হেমন্তিকা নিয়ে এলো শীতের পরশ,
কুয়াশা চাদরে নিশি মুখ ঢেকে থাকে।
মানুষের মুখে আজ খুশির হরষ,
মাঠ ভরা ধান সব সোনা রঙে পাকে।


হিমেল বাতাসে রোদ হলো যেন মিঠে,
জেগেছে ধানের ক্ষেতে সোনার তরঙ্গ।
পুলকিত মন নাচে মুখে পুরে পিঠে,
এনেছে হেমন্ত রাণী কত সব রঙ্গ।


মাঠের ফসলে দেখো ভরেছে চাতাল,
হেমলক্ষ্মীর কৃপাতে হাতে এলো ধন।
নবান্নের উৎসবে সব খুশিতে মাতাল,
নতুন ধানের ঘ্রাণে ভরে উঠে মন।


হেমন্তিকার ছোঁয়ায় পেলাম যে ছন্দ,
দিন কেটে যায় তাতে দূর হয় মন্দ।