কোনটা ছোট কোনটা বড় কাজ ,
ভেবোনা তুমি ঘরেতে বসে আজ।
যে কাজ পারো অতি সহজেই তুমি,
সে কাজ অনেক কষ্টে পারি আমি।
আবার যে কাজ আমি পারি অবলীলায়,
সে কাজ দেখো তোমায় বড্ড বেশী ভোগায়।
দেখো হাঁসের বাচ্চা কত সহজেই জলে কাটে সাঁতার,
মানব শিশুর নেই ক্ষমতা জল কেটে এগিয়ে যাওয়ার।
তাই কোনটা ছোট কোনটা বড় কাজ,
ভাবতে আমার ভীষণ লাগে লাজ।
এসো মোরা যে যেমন পারি সেই কাজ করি,
ছোট বড় কাজ ভুলে নতুন সমাজ গড়ি।