আর তো জাগেনা ঘুম শুনে পাখির কূজন।
যায়না দেখা সেভাবে  আর শালিকের আনাগোনা।
আর তো যায়না দেখা ধলাপেট বক সন্তর্পণে
ধরে মাছ।
আর তো যায়না শোনা,বুলবুলি আর দোয়েলের গান।
আর তো বলেনা কথা ময়না-টিয়া।
কোথায় হারালো তারা ভূলে সব মায়া।
গাছ-গাছালি পায়না ভূমি,উঠেনা গড়ে বনভূমি।
গাছেদের পাতায় বাঁধে যারা ঘর,এখন তারাই হয়েছে বেঘর ।
তাই বুঝি যায়না পাওয়া পাখিদের কোন খবর।
পাখিদের কলতান ভরায়না এই মন।
কোথায় হারালো তারা হয়ে দিশাহারা,
কোথায় হারালো তারা,করে মোদের আবেগ হারা?