সমাজ, সংস্কৃতি, সবকিছুরই যেন আজ হয়েছে বিকৃতি,
হোক সে যতই শিশু, তারও যে নেই কোনই নিষ্কৃতি।
কোনো আশা বাঁধেনি দানা এখনও যার অন্তরে,
তাকে চলে যেতে হলো নির্মম ভাবে এই পৃথিবী হতে চিরতরে।
সহজ সরল নিষ্পাপ দুটি চোখ দেখেও হয়নি যার একটুও মায়া,
সে তো মানুষের বেশে শয়তান,মাড়িওনা তার ছায়া।
কি নৃশংসতা,কি উন্মত্ততা, কি নিদারুণ পাশবিকতা,
কেড়ে নিল আজ ঐ কন্যা শিশুর জীবন সলিতা।
যে শিশু ভালোবাসা ছাড়া বোঝেনা কোনো ছলনা,
পেতে হলো তাকেও আজ কত শারীরিক যাতনা।
যে মানুষের লালসার শিকার হলো ছোট্ট ঐ মেয়েটি,
এ সমাজে বেঁচে বল করবে সে আর কি ?
সভ্য সমাজের তকমা লাগিয়ে ,গাই উন্নয়নের গান।
যেখানে দুমড়ে মুচড়ে শেষ করা হয় ছোট্ট শিশু প্রাণ।
খুন, রাহাজানি, ধর্ষণ এ সব হতে পারে না কভু মানব দর্শন ,
তবে সমাজের বুক হতে এ সব নিষ্ঠুরতার হোক অবসান।


কবি: উজ্জ্বল সরকার