হে মহাজীবন,হে বরেণ্য,হে প্রণম্য,
তোমার কারণে জগৎ হয়েছে ধন্য।
তব নাম উচ্চারণে মনে জাগে আনন্দ,
তুমি যে স্বামী বিবেকানন্দ।
ঈশ্বর জ্ঞানে জীব সেবার তব দর্শন,
ঘটাইয়াছে চিন্তনের বিষ্ময় জাগরণ।
শিকাগো সভায় তোলা তব জ্ঞান ঝড়,
জ্ঞানীদের নিকট করিল স্পষ্ট মানবতার সার।
তব উচ্চারিত ওঠো-জাগো মন্ত্রে উজ্জীবিত হলো,
কতশত দামাল প্রাণ দেশ স্বাধীন করতে।
শুদ্র জাগরণ যা ছিল তব মনের বাসনা,
খেটে খাওয়া মানুষেরে দিয়াছে তা প্রেরণা।
মানবতার পূজারী তুমি,তব চিন্তা, তব বাণী,
জীবন সাগরে আনিয়াছে সুনামি।
মান নাই তুমি উচ্চ-নীচ,ধনী-দরীদ্র,
পণ্ডিত-মূর্খ ভেদাভেদ।
সকলেরে লয়ে একসাথ,
দিয়াছিলে ডাক নূতন সমাজ গড়ার।
হে মহাজীবন তুমি লহ মোর প্রণাম।