পরাধীনতার ঘোর সঙ্কটের কালে,
সত্যের আলোকে উদ্ভাসিত হলে
তুমি মোহনদাস করমচাঁদ গান্ধী,
অন্যায় অসত্যকে মেনে চিরপ্রতিদ্বন্দ্বী।
রক্তাক্ষয়ী আন্দোলন করে পরিহার,
অহিংস আন্দোলনে হলে আগুসার।
অহিংসা আর সত্যকে করে হাতিয়ার
ব্রিটিশের মতো শত্রুরে করেছ প্রহার।
সত্যকে সঙ্গে নিয়ে ছিলে তুমি অটল,
টুটেছিল তাই পরাধীনতার শৃঙ্খল ।
সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের রণনায়ক,
পরিচিতি পেলে হয়ে জাতির জনক ।
তোমার ডাকা সত্যাগ্রহ আন্দোলন
ব্রিটিশের কাছে ছিল ভীতির কারণ।
যারা তোমায় বলেছিল অর্ধনগ্ন ফকির,
ভারত মাটিতে অধিকার কায়েমে
ব্যর্থ হয়েছিল তাদের সব ফন্দি-ফিকির।
হে মহাত্মা গান্ধী তুমি লহ মোর প্রণাম ,
আজিও বাঁচিছে জাতি তোমায় করে স্মরণ।