যাওয়া আসার পথের মাঝে
ঘাসের নেইকো শেষ ।
ঘাসের মাথায় শিশির বিন্দু
দেখেও লাগে বেশ ।
পাতাবাহারীর রঙের মেলায়
মন ভরে যায় নানা ভাবনায় ।
বাতাসে ভাসে বকুলের ঘ্রাণ,
আনন্দে ভরে বিষণ্ণ প্রাণ ।
দেখে বটবৃক্ষের ঝুরি,
মন হর্ষে উঠে ভরি ।
পাতার আড়ালে দেখে
কদম ফুলের হাসি,
হৃদয়ে দোলা দিয়ে যায় খুশী ।
কে তাকে করেছে এত মনোহারী ?
মনে জাগে বিষ্ময়!
দেখে ঝাউ দেবদারু সারি ।
আম্রকুঞ্জে শোনা যায়
অলিদের অবিরাম গুঞ্জন ।
সুমিষ্ট পক্ক আমের ঘ্রাণ ,
ভরায় আমার মন ।
নদী ধারে গুল্ম-বিরুৎ এর বেড়ে চলা,
মনে হয় ব্যস্ত সদাই তারা,
খেলতে রঙ বাহারীর খেলা ।
দেখে শিউলি, চামেলী , জুঁই,
টগরের শোভা আর গন্ধ,
মন যেন পারেনা তার
দুয়ার রাখিতে বন্ধ ।
আরও কত গাছ-গাছালি
মনেতে জাগায় হর্ষ,
দেখে দেখে তাই কাটুক না হয়
বর্ষের পর বর্ষ ।