অসুস্থ একজন বয়স্ক ভদ্রলোক তিনদিন ধরে
হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে যাচ্ছিল ।
যমে-মানুষে যখন টানাটানি চলছে ,
তখন তার পাশে নেই কোনো আত্মীয়-স্বজন,
নেই কোন বন্ধু-বান্ধব ,কি মর্মান্তিক !
কিন্তু দুইদিন পর তার সাথে দেখা করতে এলো
ভোলা , হ্যাঁ ভোলা কোনো মানুষ নয় ,
ভোলা হল ছোট্ট একটি কালো রং এর কুকুরের বাচ্চা।
যাকে প্রত্যহ একটু করে ভাত খেতে দিত ঐ বয়স্ক ভদ্রলোক ।
গত কয়েক দিন ঐ বয়স্ক ভদ্রলোকের সাথে তার দেখা হয়নি  ।
তাই সে মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী লোকটি হাসপাতালে যে বিছানায় শায়িত ছিল সেখানে জানালার নীচে বসে ঘেউ ঘেউ করে ডেকে চলেছে ।
সে যেন জানান দিচ্ছে যে, মানবতা আজ ভূলুণ্ঠিত ,
সে যেন জানান দিচ্ছে যে,বাস্তবের চরম বর্বরতায় মানুষের আবেগ, সহানুভূতির ন্যায় কোমল অনুভূতি গুলির আজ অপমৃত্যু ঘটেছে ।