চারিদিকে আজ বাজছে ঢাক
দেবী দুর্গার আরাধনায়,
কত মানুষ ব্যস্ত সদাই
লোক ঠকানোর গবেষণায়।


জমে উঠছে স্থানে স্থানে
মদের কত জমাট আসর,
মা এসেছে ভুবন মাঝে
পুজোর তরে বাজছে কাঁসর।


কারো মনে নেই অনুতাপ
মানুষ ভীষণ অসহায় আজ,
দুদিন ভালো কাটবে বলে
করছে যে সব জঘণ্য কাজ।


মনুষ্যত্ব হারিয়ে সব
মানুষ ঠকায় কেবল যারা,
ভাবছে না তো তাদের কথা
যারা হচ্ছে দিশাহারা।


মাথায় থাকলে নেতাদের হাত
যতই  তুমি হও না বাজে,
সবাই তোমায় বলবে ভালো
অর্থ জমবে অবৈধ কাজে।


মান সম্মান আর সম্পদের লুট
চলছে দেখো দিবানিশি,
ফাঁদ পেতে সব বেড়ায় ঘুরে
কেষ্ট বিষ্টু ভাইঝি পিসি।