দিবা-নিশি পরিশ্রম, নেই যে কোন বিশ্রাম।
শ্রমিকের গায়ের ঘাম, ঘটায় মালিকের অর্থাগম।
এ অবিচার হতে নেই কি নিস্তার?
এ ভাবনা তাদের ভাবিয়েছে নিরন্তর।
মনের গভীরে তাদের রাগের তীব্রতা বাড়ে,
সিদ্ধান্ত নেয় তারা, প্রত্যহ করবে কাজ আট ঘণ্টা করে।
এহেন সিদ্ধান্তে মালিক পক্ষের বন্দুক হতে চলে
কত গুলি,
কেড়ে নেয় অগণিত শ্রমিকের মুখের বুলি।
শ্রমিকের রক্তে ধরণী হয়েছে লাল,
যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
পহেলা মে'র প্রতিবাদে শ্রমিকের হোক এই জ্ঞান,
মালিক পক্ষ হতে পায় তারা শ্রমের দাম, নয় তা কোন দয়ার দান।