বসন্ত যে লাগায় আগুন
মনের উদাস বনে,
রঙিন রঙিন স্বপ্নরা সব
আল্পনা দেয় মনে।


প্রকৃতি আজ মাতায় যে মন
মিষ্টি মধুর সাজে,
সকাল সন্ধ্যা মন লাগেনা
এখন যে আর কাজে।


বসন্তে মন আনন্দে ধায়
ফুলের মিষ্টি ঘ্রাণে,
কোকিল কুহু সুর তুলেছে
তোমার আমার প্রাণে।


বসন্তে আজ উঠেছে ঢেউ
জীবন নদীর মাঝে,
যুদ্ধ ভাবনা পায়না যে ঠাঁই
বসন্তের এই সাঁঝে।