সীমাহীন শূন্যতা ঐ আকাশের বুকে
নীল হয়ে ধরা দেয় দৃশ্যে ও মননে ।
যবে চোখ তুলে চাই তব শূন্য পরাণে ,
কত যে শান্তি ও আশা জাগে এই মনে !


আমারো আছে এক অতৃপ্ত অন্তর ,
পাইনে সেখানে দেখা শান্তির ভোর ।
নীল আকাশে রেখে আস্থা গভীর
দুঃখের সংসারে খুঁজি শান্তির নীড় ।


মনের জানালা খুলে যদি চাই তোমা পানে,
তবে ঠাঁই দিওগো একটু আমায় তোমার শান্ত মনে ।
অনিত্য এই সংসারে নাই মেলে যদি বাঁচার রসদ এতটুকু বিশ্বাস ,
তোমার সত্য হৃদয় হতে দান করো এই অভাগারে  বাঁচার একটু আশ্বাস ।