বঙ্গোপসাগরের নিম্নচাপ,
প্রশাসনের বাড়িয়েছে কাজের চাপ ।
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ,নাম যার 'ইয়াস',
বইবে যখন করতে হবে, কেবলই হা হুতাশ ।


ঝড় বইবে ভীষণ বেগে ,
বিজ্ঞানীরা বুঝেছে অনেক আগে ।
কোভিড বিধি মেনে আজ ,
জোরকদমে চলছে প্রস্তুতির কাজ ।


ঝড়ের আগে বাঁধ মেরামতি ,
কাজ চলছে লয়ে যুদ্ধকালীন গতি ।
ঝড়ের কারণে যেন না হারায় প্রাণ ,
সেই কারণে প্রশাসনে,উত্তেজনা টান টান ।


দরকারি জিনিস লয়ে সাথে,
ঘুরছে অনেকে পথে পথে ।
কেউবা তালা ঝুলিয়ে কুটিরে,
ঠাঁই নিয়েছে ত্রাণ শিবিরে ।


নিম্নচাপ ভীষণ গভীর ,
সম্ভাবনাও ভীষন ক্ষতির ।
সঙ্গে হবে ভারী বৃষ্টি ,
সেদিকেও আছে প্রশাসনের
বড়ই সজাগ দৃষ্টি ।


থাকবেনা ঝড়ে আলো-জল
এদিকেও দরকার সরকার
আর অন্যান্যদের দেখভাল ,
মানুষের অবস্থা যেন না হয় বেহাল।