শুরু হচ্ছে পরীক্ষা,নাম যার নির্বাচন,
একটু প্রস্তুতি তাই নিচ্ছি এখন।
যোগ্যতা চায় ভুলভাল বকা আর
মিথ্যা বলার দক্ষতা ,
আমার আবার এ সবেতেই আছে
ভীষণ রকম পারদর্শিতা।
জিতলে এবার নির্বাচন,
মন্ত্রী হব বিলক্ষণ।
বেতন হয়েছে ভালোই এখন,
আরো আছে কত কমিশন,
পেতে চাই তাই একটি আসন।
মুখস্থ করেছি দুটি ভাষণ ,
বেকারত্ব দূরীকরণ ও শিল্প স্থাপন ।
পাশ করা এবার বড্ড কঠিন,
কারণ জনতা এখন ভয়হীন।
রিগিং এবার যাবেনা করা,
সি আর পি এফ থাকছে ভরা।
তাই হচ্ছে বড়ই টেনশন,
যদি না পারি জিততে নির্বাচন।
সদাই বলি এখন আমি হে মা ভোটদেবী
আমায় পার করো মা নির্বাচন বৈতরণী,
নইলে হব ঘোর বিবাগী ,
গণতন্ত্র পাবেনা আর আমার মতো খাঁটি স্বৈরাচারী।