যদি না পারো করতে অন্যের ভালো,
নিভিওনা কারো সুখের আলো ।
অপরের জীবনে যদি আসে নেমে দিন ঘোরকালো,
আলো দেখাতে তারে সাথ দিয়ে চল ।


নিভিয়েছো তো কত জীবনের আলোক শিখা,  
এবার তো দেখ কি উপায়ে যায় তারে জ্বেলে রাখা।
বন্ধ করে অন্যের কথা গায়ে মাখা
শান্ত করো নিজের মন,চালিয়ে বিবেকের পাখা।


নিওনা কানে কভু ধূর্তদের কথা ,
যারা অন্যেরে ফেলতে বিপাকে নিত্য খাটায় মাথা ।