আজব দেশে আজব লোকের
অনেক আছে বাস,
ভীষণ সুখে মূর্খ থাকে
নিয়ে মনের আশ।


দেশ জুড়ে সব আজব কান্ডে
মাতে মূর্খ জন,
তাইনা দেখে পণ্ডিত জনের
কেঁদে উঠে মন।


এখন জীবন সভ্যযে তাই
হারতে চায়না কেউ,
মূর্খ যদি হয়ে থাকো
দেখবে দুখের ঢেউ।


মূর্খ হলে সবাই তারে
নেয়না মেনে ভাই,
তাইতো আমি ভালো করে
শিখতে কিছু চাই।


মূর্খ লোকের সমাজে নাই
একটু জায়গা আজ,
পণ্ডিত হলে করে কদর
পেতে হয়না লাজ।