হে ভগবান বিশ্ব সংসার করিতে সৃজন,
দিবাকরে তুমি করিলে দান তেজদীপ্ত কিরণ।
মেঘকে করিলে আদেশ ঝরাইতে বরিষণ।
শস্য শ্যামলা তুমি করিলে ভূবন।


হে ভগবান বারে বারে তুমি কত সাধু-সন্ত প্রাণ
এই ধরা বুকে করিয়াছ প্রেরণ ।
ভাবিয়াছিলে তুমি এ বিশ্ব তাহারা করিবে লালন ,
হইবে দূর মানুষের দুঃখের কারণ।


তবুও দেখো দুঃখ জরা রহিয়াছে এই বিশ্ব ভরা,
ভালোবাসাহীন এ জগৎ সংসার হইয়াছে অসার,
এখনো কি হয়নি সময় অত্যাচারীর বিষ দাঁত ভাঙ্গিবার ?
হে ভগবান ঐ শোনা যায় দুঃখী মানুষের আর্তি,
প্রার্থনা তাই মোর, ধারণ করো তব কঠোর রুদ্রমূর্তি।