তপন ছটা সূচিত করিল প্রভাত ,
ভোরের পাখিরা সব গাহিয়া ফিরিল ,
নিশীথের ফোটা ফুল ধূলিতে পড়িল  ।
দিবসের ব্যস্ততায় ভরিল জগৎ ,
বৈষ্ণবী আসিল দ্বারে তুলিয়া দুহাত  ।
সারাটা বেলার লাগি দিবস সাজিল  ,
ফুলের মিষ্টি সুবাস বাতাসে ভাসিল  ,
হইল শুরু অলিতে ফুলেতে আঁতাত ।


ওহে মোর আজকের মানব সন্তান ,
তোমরা দেখিয়াছ কি ভোরের সকাল ?
ভোরের প্রকৃতি রূপ বড়ই শোভন ,
জীবনে লইলে সাথে পাইবে সুফল ।
কেহনা তাহার মতো এমন আপন ,
ধরিয়া লহ তাহার সঙ্গ চিরকাল ।