হে স্রষ্টা কিসের লাগি রচেছ তুমি এই বিশ্ব সংসার ?
কিসের তরে সাজিয়েছ তুমি এই সৃষ্টি সম্ভার ?
সৃষ্টি খেলায় হয়ে মশগুল তুমি থেকেছ নির্ভুল ।
তবে আজ আমরা কিসের জন্য গুনছি মাশুল ?
সবার অলক্ষ্যে থাকি পেতেছ এই বিশ্ববাসীর মেলা,
মনে হয় হেথা অত্যাচারিত ও নিপীড়িতদের
এটাই শেষবেলা।
তোমার সৃষ্টি করিছে লালন তারা যে মাত্র কজন।
তব সৃষ্টির মধুর রস পাচ্ছে বলো কজন ?
দেখেও এসব কেমনে তুমি আছ আজিও নিশ্চুপ ?
তবে কি এসব তব সৃষ্ট নতুন কোন বিদ্রুপ ?
হে স্রষ্টা বুঝিনা কিছুই তোমার এসব খেলা ,
নাকি তুমি ঘুমিয়ে পড়েছ এই ঘোর সঙ্কট বেলা?