মাতৃজঠর হতে বেরিয়ে সেদিন,
           বুঝিয়াছিলে এ সংসার বড়ই কঠিন ।
মা তোমারে স্নেহ করি,
            নিয়াছিল বুকে ধরি ।
সেদিন হইতে তোমায় ভাবিয়া আপন,
     মা যে তোমার করিয়াছিল বড়ই যতন।  
বাবা-মা করিয়া জীবন পাত,
   সর্ব সুখে দুখে ধরিয়াছিল তোমার দুটি হাত।
    কর্ম জগতে তুমি আজ পাইয়াছ বড়ই সম্মান,
    তাই বুঝি মা-বাবা হইল আজ লজ্জার কারণ।
তোমার প্রতি মা-বাবার নিঃস্বার্থ শ্রম ,
প্রতিদানে বৃদ্ধ কালে পাইল তারা অচেনা বৃদ্ধাশ্রম।