হে মুক্ত পুরুষ,হে চিন্তা নায়ক রাজা রামমোহন রায়
বাঙালি পেল মুক্তির স্বাদ তোমার ক্ষুরধার চিন্তায় ।
সর্ব ধর্মের মূল কথা করে অধ্যয়ন ,
করেছ অসার প্রমাণ যতসব ধর্মান্ধের ভাষণ ।
আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে হয়ে উদ্ভাসিত
কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ব্রাহ্মসভা করলে প্রতিষ্ঠিত ।
ধর্মের নামে প্রচলিত যত অন্যায় অসত্য ,
তোমার জ্ঞানের জোরে সব হলো বিদূরিত ।
মধ্যযুগীয় চিন্তা ভাবনাকে জানিয়ে বিদায় ,
ভূষিত হলে তুমি ভারতের প্রথম আধুনিক মানুষের তকমায়।
জাতিভেদ, বহুবিবাহ, বাল্যবিবাহ আরো কত কুপ্রথা দূর করবার তরে
আজীবন করলে সংগ্রাম জীবনের পরোয়া না করে ।
দেশাচার, লোকাচার, ধর্মের প্রচলিত ব্যাখ্যা না মেনে
কুসংস্কার রূপে সেগুলো করলে প্রতিপন্ন প্রবল সংগ্রামে ।
শাস্ত্রমতে নয় অনুমোদিত অন্যায় সতীদাহ ,
তা তোমার জ্ঞানবান তথ্যে সর্বসমক্ষে হল অর্থবহ ।
হে সমাজ সংস্কারক অন্যায়ের বিরুদ্ধে তুমি হয়েছিলে কি ভীষণ বিস্ফোরক !
তাইতো এখনও তোমার চিন্তা আমাদের     পথপ্রদর্শক।