রক্ত মানুষের কত না প্রয়োজন,
রক্ত বিনে বাঁচেনা যে প্রাণ।
পৃথিবীতে আছে যত দান,
তন্মধ্যে সেরা রক্তদান।
          
বাঁচাতে অন্যের জীবন,
যদি লাগে রক্ত,
যেন সাধ্যমত করি দান,
না হয়ে বিরক্ত।


রক্তদান মহৎ দান,
সকলেরে বিলাও এই সত্য জ্ঞান,
দানিতে রক্ত কেহ,
না হয় যেন কৃপণ।


রক্তদানে তোমার হবেনা ক্ষতি,
মুমূর্ষু পাবে তার হৃদস্পন্দনের গতি।
রক্ত করলে দান ,
তুমি হবে মহৎপ্রাণ।


রক্তের নেই কোনো জাত, কোনো বর্ণ,
রক্তদান আ্জ এক বিশুদ্ধ মানব ধর্ম।
এসো রক্ত করি দান,
রক্ষা পাক মরণাপন্ন প্রাণ।