আড়মোড়া ভেঙে প্রভাতের রবি কিরণ
জাগায় মনে কি নিদারুণ  শিহরণ!
সুন্দর সমীরণে এগিয়ে চলে বেলা,
যেন আজ যেতে হবে যেখানে কুসুম মেলা।


তপ্ত দিবস শেষে ভাসমান জলদ
সিঞ্চিত করলো যখন এই ধরা বক্ষ
মোহময় শীতলতা অনুভবে
যেন ফিরে পেল প্রাণ তৃষিত তরুলতা ও বৃক্ষ।


তুমি কত সুন্দর,জানে মম অন্তর।
দিবানিশি বিতরিছ প্রেম দর্শন,
যা দেখি মনে হয় তার সামান্য নিদর্শন।