কাজে কাজে কেটে গেল,ব্যস্ত এ দিবস বেলা।
নীরবতা বুকে নিয়ে এলো ফিরে, বিকেলের বেলা।
গোধূলি ছড়িয়ে রক্তিম আভা,বাড়িয়েছে দেখো সন্ধ্যার শোভা।
আকাশের গায়ে মেঘেদের ভিড়,পাখিরা ফিরছে নিজেদের নীড়।
আকাশের গায়ে জেগেছে অগণিত তারা,
মেঘেরা ছুটছে হয়ে দিশাহারা।
একফালি চাঁদ মেঘের আড়াল হতে আসি
ফোটালো কেমন দেখো আকাশের হাসি।
ওগো সন্ধ্যার আকাশ আমি তোমায় ভালোবাসি।