ওগো মা সরস্বতী, দাও মোরে সুমতি,
জ্ঞানার্জনে যেন সদা রয় মতি।
ওগো মা শুভ্র বসনা, হংস বাহনা,
করি আজ তোমারই আরাধনা।
ওগো মা বীণাপাণি ,আজ বসন্ত পঞ্চমী,
ভক্তি ভরে, শুদ্ধ মনে তোমায় প্রণমি।
তুল মা আজ তব বীণার ঝংকার,
সুরে সুরে ভরে দাও, যতসব বেসুরো অন্তর।
ওগো মা বিদ্যাদায়িনী,বিদ্যা করো দান,
তব বিদ্যায় দূর হোক, অনিত্য যে জ্ঞান।
তব কৃপাগুণে কত অজ্ঞানী,
লভিয়াছে মহাজ্ঞান, বিদিত তা এ ভূবন।
আজ বসন্ত পঞ্চমী, ওগো মা বীণাপাণি,
তব চরণ তলে,ঠাঁই চাইগো আমি।