কিসের কারণে তোমার এমন আচরণ ?
সদাই ব্যস্ত দেখি করিতে ধূমপান ।
কি আছে বলো লাভ সর্বনাশা ধূমপানে ?
কি মোহ আছে বলো ঐ সুখ টানে ?
যারে তুমি মনে ভাবো ক্লান্তিনাশা ,
সে যে তোমার শরীরে বানায় নানা ব্যাধির বাসা।
ধূমপানে বাড়েনা মান,
ভাঙে শুধু মানুষের মন ।
ক্ষণিকের আনন্দ আহরণে,
মেতোনা অকারণ ধূমপানে ।
তোমার মনের হতাশা ,
পারেনা কাটাতে কোনো নেশা ।
দূর হবে হতাশা,
তোমার কাজের প্রতি থাকে যদি ভরসা ।
ধূমপানে শরীরে প্রবেশ করে নিকোটিন ,
যা ফুসফুসের ক্ষতি করে অন্তহীন ।
অশান্ত মনকে করতে আশ্বস্ত ,
ধূমপানে কভু যেন হয়ো না অভ্যস্ত ।
যার সান্নিধ্যে করছ ধূমপান ,
তারও তো বিপদ বাড়ছে অবিরাম ।
এসো আজ ৩১ মে শপথের সুর তুলি,
থাকিব আমরা আজ থেকে ধূমপান ভুলি ।