মনেতে আসেনা কোনো ভালো চিন্তা,
হৃদয়ে কোনো রং দেয়না আল্পনা,
যেদিকে চাই শুধু সীমাহীন যন্ত্রণা।


একটু লাভের আশায়
মানুষ আজ নেমেছে দেখ
কত সব জঘণ্য পেশায়।


কেউ করছে মরা মুরগি
আর ভাগাড়ের মাংস অন্বেষণ,
মানুষের পাতে করতে পরিবেশন।


না মেনে দেশের কোনো আচার
কেউ করছে বিদেশে  নারী আর শিশু পাচার‌।
সবারই যেন হয়েছে এখন রুচির বিকার।


কেউ করছে কয়লা পাচার
কেউবা চালায়  গো পাচার।
কাদের যেন এক প্রকট মদতে
দেখ দিকে দিকে চলছে স্বেচ্ছাচার।