এসো জয়ের আনন্দে না হয়ে আত্মহারা,
পরাজয়ের গ্লানিতে না থেকে মনমরা,
আজ সঙ্গে চলি তাদের সাথে, যারা দিশাহারা।
গেয়ে গান মানবতার সুরে,
মনকে রেখোনা বেঁধে স্বার্থের ডোরে।
জাত-পাত, ধর্মের লড়াই,
ভুলে বিভেদ-বৈষম্যের বড়াই,
এসো সবে মিলে সাম্যের গান গাই ।
বন্ধ করো রেষারেষি ,
সংযত হোক তোমার মাংসপেশী।
শুনে এ দুটি শব্দ, সংখ্যালঘু ও সংখ্যাগুরু,
আজ মন হয়েছে ভীষণ ভীরু ।
ভুলে দলাদলি, না দিয়ে অন্যেরে গালি ,
এসো আজ শপথের হাত ধরে শান্তির পথে চলি।
তোমার গলে পরালো যারা বিজয়ের গৌরব মালা,
তাদের তুমি কখনো করোনা অবজ্ঞা আর অবহেলা ।