দুনিয়ার সব রঙ উবে গেল ঐ নীল আকাশে ,
যেদিকে তাকাই যেন শুধু লাগে ফ্যাকাশে ।
উৎসবে মেতে আছি , কোনও কাজ নেই আজি ,
কেবলি চলছে আজ ঠোঁটবাজি আর গলাবাজি ।
কিছু লোককে পাইয়ে দিয়ে কিছু টাকা ,
যাবেনা ঘোরানো আজ উন্নয়নের চাকা ।
সমাজের বুকে জন্ম নিয়েছে এক নব বিভীষিকা ,
ক্রমেই যাচ্ছে নিভে সমাজের দীপশিখা ।
যেদিকে তাকাই আজ দেখি চলছে দালাল রাজ ,
অন্যের সম্পদ হরণে যেন ওঁত পেতে আছে বসে শিকারি কত বাজ ।
দুষ্টের নাই কোন শুভ অভিলাষ ,
শুধু কারণে অকারণে আছে তার নিলাজ উল্লাস ।