জীবন ভুগছে ব্যর্থতা আর হতাশায় ,
সবাই এখানে শুধু স্বার্থের গান গায়।
সবাই চাইছে কেবল সব লুটে নিতে,
বিনিময়ে পিছপা নয় অন্যায় করতে।
সবটাই পেতে চায় দিতে গেলে কিছু নাই ,
ভাবে শুধু সব ভালো আমার পাওয়া চাই।
ষোলআনা সুখ কেহ পেতে নাহি পারে,
এ সত্যটা বুঝাবে কেমনে বলো তারে।
স্বার্থের মোহে কেবলই অন্যায় জেদ বাড়ে,
অপরের সবকিছু নিতে চায় কেড়ে।
স্বার্থের নিরাকার থাবা এত বলশালী,
যা রুদ্ধ করে সব সম্পর্কের চেনা গলি।