পকেটে নেই টাকা, তাই জীবন হয়েছে ফাঁকা।
সোজা পথে টাকা, সে তো কেবল মুখেরই কথা।
তবে সোজা আর বাঁকা,পথ হোক যাই,
বাঁচাতে জীবন আজ, টাকা শুধু টাকা চাই ।
কোথা থেকে এলে, কোথা তুমি গেলে,
সে প্রশ্ন আজ আর নাহি চলে।
এ জীবন মানে পায়, যদি তোমার টাকা রয়।
যদি থাকে তোমার টাকা, তৈরি হবে সম্পর্কের কথা।
যদি পারো টাকা করতে, হবে না তোমায় অকালে মরতে।
না থাকে যদি তোমার টাকা, তবে চলবেনা আজ জীবন গাড়ির চাকা ।
টাকা ছাড়া গরীবের নাই আজ কোন মান,আছে শুধু ক্ষীণ প্রাণ।
টাকা তুমি এ যুগের সেরা ভগবান, তোমারে সেলাম।