টাকার পিছে ছুটছি সবাই
একটু সুখের নেশায়,
দুর্নীতি তাই বেড়েই চলছে
সবধরনের পেশায়।


থাকলে টাকা পাবে সব সুখ
দুঃখ নেবে বিদায়,
এই ভাবনাতে আমরা সবাই
পাচ্ছি যে ঠাঁই চিতায়।


কত মানুষ পায়না খেতে
একটু টাকার অভাব,
কেউ আবার যে উড়ায় টাকা
এটাই তাদের স্বভাব।


টাকা দিয়ে যায় সব ঢাকা
যায়না মনের কালো,
টাকার পিছে ছুটে সদাই
নিভল মনের আলো।


খেতে,পড়তে,মাথা গুঁজতে
সবে লাগে টাকা,
তবে কেন  মানুষের আজ
পকেট এমন ফাঁকা?