হে মহাকবি তোমারে জানাই প্রণাম ,
আছ তুমি জুড়ে সকল বিশ্ববাসীর প্রাণ ।
মাতা তোমার সারদা দেবী,পিতা দেবেন্দ্রনাথ,
তাদের কোল করলে আলো হয়ে কবিনাথ ।
যে জোড়াসাঁকো ছিল তোমার জন্মস্থান ,
এই বিশ্ব মাঝারে তা পেল বিশেষ মান ।
তোমার রচিত বিপুল সাহিত্য ভান্ডার ,
কেড়েছে আজ সকলের অন্তর ।
তোমার খ্যাতি ছড়িয়েছে সারা ভূবনময় ,
তোমার রচিত'গীতাঞ্জলি'কাব্যগ্রন্থ করল বিশ্বজয়।
তোমার গানের ছন্দ ও সুর ,
সকলের মনকে করেছে আনন্দে ভরপুর ।
তোমার মতো কবি মেলা এ জগতে ভার ,
কবিগুরু বলে মানে এ বিশ্ব সংসার ।
তোমার কাব্য রচনা গুণে ,
বিশ্বকবি অভিধা তুমি নিয়েছ যে জিনে ।
বেয়ে তোমার সাহিত্য ভেলা ,
কাটে কত গুণীদের বেলা ।
তব সৃষ্ট কবিতা, নাটক ও গান,
ভরিয়েছে আমাদের সকলের মন ।
হে বিশ্বকবি তুমি লহ মোর সশ্রদ্ধ প্রণাম ।