আকাশের গায়ে কত অগুনতি তারা,
দিবানিশি জ্বলে যেন হয়ে আত্মহারা।
করিছে ঘোরাফেরা তারা অসীম নীলাকাশে,
কাটাতে সময় ব্যস্ত অনন্ত অবকাশে।
আকাশ বুকে পেয়েছে ঠাঁই কত নক্ষত্র পরিবার,
তাদের করিতে লালন আকাশ বুঝি বদ্ধ পরিকর।
তেজদীপ্ত সূর্য , স্নিগ্ধ চন্দ্র
যেন দিচ্ছে আকাশ পাহারা হয়ে অতন্দ্র।
চেয়ে দেখো আকাশ কত উদার!
তারকা সূর্য চন্দ্র সনে রচিছে সংসার।
আমরা পারিনা হতে আকাশ সম উদার,
পারিনা করিতে সৃষ্টি এক বিশ্ব পরিবার।