সখি,
চোখ তুলে তাকাও ঐ আকাশপানে
চাঁদ অন্ধকার সেথায় গড়েছে মিতালি


আমি যদি অমাবস্যার আঁধার হয়ে থাকি
তুমি শুক্ল পক্ষের পূর্ণ চন্দ্র
তবে কিসের কি বিবাহ মন্ত্র?
আমদের মিতালি হয়ে গেছে প্রকৃতির নিয়মে।


সকল অভিমান জলে ধুয়ে
ধরা দাও, প্রসারিত বাহু বন্ধনে ।