দিনের আলো বারান্দা ফোটালে
ঘর ফুল বলে মনে হয়;  
বারান্দা যে রঙের আলপনা
তাকেই আমি নদী বলে জানি-
নদী বেঁকে যাওয়ার গল্পে পালক হারা পাখির পৈতৃক বিষণ্ণতা নিবেশিত।


এতে সংশয় নেই
মৃত্যুও ফুল ভালবাসে!