সহজ সত্য বুঝিনি
উপলব্ধির তুমুলে সারস, ছোট্ট নীড়;
আহা ক্ষয়িষ্ণু - অনাগত প্রত্যাশার ঝড়!
কোথায় যাওয়া..... হে অবশ কোলাহল


যাপনের আতিশয্যে ঘাপটি মেরে রাত
প্রয়াত বিলাস
ম্রিয়মাণ যন্ত্রণা
প্রিয়
শিমুল তুলোর মত জীবনের ফাঁকে ফাঁকে তোমার অজস্র মৃত্যু
দুর্বোধ্যতার গহীনে
ডোরাকাটা দাগ
তবু
কি সহজ সত্য সুন্দর তুমি