মাখামাখি পেরিয়ে উঠে যাই
শিলা বৃষ্টির তুমুল ছোঁয়া ;
সেই কবেকার পাথর গাছ!
আমি পাথরের ধ্যান শিখি
লাথি মেরে উড়িয়ে দিই এই ঝিরিঝিরি
বদ করি শোক সংবাদ;


স্বপ্নীল বিষন্নতা বড্ড বেশি ম্যাড়ম্যাড়ে
এই সব ন্যাকামো আকাশকে মানায়
কান্না হাসি সজ্জা একান্ত আকাশেরই সম্পত্তি
সেই লোভের সাহস এখন আর কই??


পাথরই ভাল, ধ্যান শেখায়,
গড়িয়ে যাওয়া তাও আর শেখায় কষ্ট পোষা
সে এক অনন্য শিল্প.....