এমন ও মেঘলা দিনে
তোমায় পড়ে মনে
এলোমেলো হাওয়া বইছে
হাওয়ায় তোমার চুলগুলো উড়ছে
আমার মন যে বেজায় নাচছে।


বৃষ্টি গুলো ঝরছে, টুপটাপ
পাতাগুলো নাচছে, চুপচাপ
তুমি আছ সঙ্গী হয়ে
বারান্দায় নিশ্চুপ দাড়িয়ে
হাত দুটো বাড়িয়ে
বৃষ্টি ধরবে বলে।


বৃষ্টির মৃদু ঝাঁপ্টায়
ভিজিয়ে দিচ্ছে তোমায়
আমি বাড়িয়ে দিলাম হাতটায়
তোমায় ধরব বলে
সরিয়ে নিলে তোমায়
ভ্রুকুটি দিলে আমায়
আমার......
প্রাণ যে উড়ে যায়।


এমন ও মেঘলা দিনে
তোমায় পড়ে মনে
তোমার চোখের ইশারায়
মেঘগুলো সরে যায়
বসে থাকি......একলা আমি
তোমার প্রতিক্ষায়।।।