শান্ত নদীর পাড়ে, গোধূলি লগ্নে যেমন
মৃদুলয়ে বয়ে চলা সমিরণ,
দেয় মনে স্নিগ্ধ অনুরণন
তেমনি মায়াবী অনুভবে
জাগায় হৃদয়ে কম্পন
তোমার দিকে চোখ পরে যখন।।


আমি হারিয়ে যাই অজানাতে
যখনই দৃষ্টি যায় ওই হরিণী চোখেতে।।

লাজুক লাজুক ঠোট তোমার
যেন লজ্জাবতী পাতা
এমনি মায়াতে রাঙা,
যা শুধুই খোদার
নিজ হাতে আঁকা।।

তোমার এলোকেশী কুন্তল
যেন বাতাসে ভাসা কাশফুল।।

তোমার চোখের গভীর চাহনিতে
ছুঁয়েছে মন, দুলেছে অন্তর মম
হারিয়েছি হৃদয় তাতে
ভেসেছি প্রেমে তব।।