টাকা জমিয়েছ কিন্তু মন জমিয়ে দেখেছো কখনো ? ভালোবাসা জমিয়ে দেখেছো কোনদিন ?
শিরশির করে হাওয়া দেয় যখন গ্রীষ্মের একটা নিঃসঙ্গ দুপুরে একা বসে থাকি কখনো, বিন্দু বিন্দু মেঘের মতো ঘাম জমা হয়-
জমানো অন্ধকার রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে উঠি, স্মৃতিগুলো রোমকূপ থেকে বেরিয়ে আচ্ছন্ন করে দেয়, অকারণে বুক জ্বালা করে ওঠে,টুপটাপ জারুল ফুল ঝরে পড়ে, একটাই গাছ, মস্ত ছায়া, মন খারাপগুলো লুকিয়ে পড়ে তারই আশে পাশে -
মনে হয় যে পৃথিবীতে শ্বাস নিচ্ছি সেখানে কোনদিন যুদ্ধ হয়নি , সেখানে ঘাস স্বর্গীয় সবুজ,একটা দুটো স্বপ্নের মতো প্রজাপতি উড়ে আসে,  জঙ্গলের নির্জন দীঘল ছায়া, মায়াভরা একটা দীঘি - এগুলো আমার বিষয় নয়, ক্লান্ত বাতাস কোনটাই আমার ভাষ্য নয় তবু জানি সব সূত্র সত্যি হতে নেই - মানুষ মন খারাপে মুখ লুকায়, নতজানু হয় ধৃষ্টতার কাছে , তাই আজো মাঘীপূর্ণিমার রাতে পৃথিবী টলটলে রূপসী হয়ে ওঠে, যন্ত্রণায় মানুষ আরো বড় হতে থাকে, অনেক বড় ॥
©সায়নী