মধু মাখা হরিনাম
বলবি কবে মন,
কতদিন রাখবি ধরে
অহং বোধের ধন।


বেলা গেল সন্ধ্যা হোল
আর সঙ্গে নেই আপনজন,
প্রাণের মাঝে তবু কাঁদে
অহং বোধের ধন।


দোর তো আছে খোলা
বাইরে তবু থাকি বহুক্ষণ,
আটকে রাখে প্রাণের খাঁচা
অহং বোধের ধন।


যতই ভাবি ভুলে যাব
খা়ঁচায় তবু যায়রে থেকে মন,
ভুলবো ভুলবো ভুলছি কোথায়
অহং বোধের ধন।


“করোণা”র ভাষা কে বা বোঝে
প্রাণ আছে যতক্ষণ,
বেঁচে যাব ভাবছি সদাই
অহং বোধের ধন।