গারদের ও পাশে না থাকলে কাউকে  চোর বলা
আইনি ভাষায়  অর্থহীন অথবা অযৌক্তিক,
সর্ব সমক্ষে  চুরির সামগ্রী  তার হাতে থাকলেও
তা প্রমাণ  করা পৃথিবী  বিক্রির মতো কঠিন কাজ।


অনেক  আইন প্রণেতাই চোর হয়েও চোর নয়
আইন সভার উজ্জ্বল  রত্ন আমাদেরই বদান্নতায়
আমাদেরই দয়ার দাক্ষিণ্যে আমাদেরই ভক্ষক
আইন আদালত  কেনা ব্যবসার পন্য - এই গণতন্ত্র।


সবাই জানলেও চোরকে চোর বলার ক্ষমতা নেই
বাহুবলী  আইনে নিশ্চিত বিপক্ষ বলহীন সর্বত্র
আইন সভায়  সংখ্যাধিক্য ভগবান কেনার ছাড়পত্র
অদ্ভূত  আমরা গণতন্ত্রের অধিবাসী ভগবান পরিত্যক্ত দেশে।


সমাজ  নয় আইন নয় - বুলিতে আওড়ানো গণতন্ত্র
আমাদের  অস্থি মজ্জা মস্তিষ্ক চালকের  আসনে
মাতব্বররা শুধু  ধনীই  হয় বিধাতার আশীর্বাদে
শোষণ দেখা  যায় না গরীবের ছাদহীন চালার নীচে।


মৃত্যুকে খুঁজে  নিতে  হয় জীবনের  হাসপাতালে
শোষণকে  লাইফ সার্টিফিকেট  দেয় দলের নেতারা
দল ছাড়া  গণতন্ত্র  মুর্খামীর আইন সভায়  অচল
চুরি  যাওয়া  বামালের হাটে  তাই খোঁজা হয় আইনের  চোর।