এমন দিনে তুমি বিনে
তোমায় ভাবি কেমনে
কেমনে কাকে বলি হয়ে যাই চুপ,
আষাঢ়ের শেষ -নেই কোন ক্লেশ
শ্রাবণের বারি করল আঁখি ভারি
জলে ভেজা অনূঢ়ার রূপ।


আকাশের মেঘ নীরবে যায় সরে
আঁখিতে মোর পলক নাহি পড়ে-
পূর্ণিমার চাঁদ  যেন রূপসীর স্বাদ,
প্রাণ করে হা- হুতাশ তুমি-বিনা ঘরে
হৃদয়ে জাগে কলংকের দাগ।
আসে আসুক কি বা যায় আসে
পুরুষ কাঁদে নিরালায় অনায়াসে।


ভালোবাসার এ ভীষণ গোপন রূপ
নারীরই মতো সদাই অচেতন
অশ্রুহীন চোখে বিরহের কান্না,
নীড়ে ফেরা সন্ধ্যাবেলা সঙ্গীহীন একেলা
প্রাণে বাজে অধরা বর্ষার লাজে
অদেখা অগ্নীশিখা অনূঢ়ার সলজ্জ বন্যা।


যেখানে তুমি শ্রাবণের কুলে আপন ভুলে
আমাকে ভাসাও অদেখার অন্ধকূপে
কেমনে থাকি বলো জলে ভেজা অনূঢ়ার রূপে।