ঘন বাদল ভরা বৃষ্টি ঘেরা প্রাণে
আষাঢ়ের প্রথম দিনে,
ভরছে বধূর মন এমন দিনে
বিরহী একাকিনী থাকে কেমনে!


সন্ধ্যা শেষে বাতায়ন পাশে
বৃষ্টি-ভেজা পথে-চলা পথিকগণ
দৃষ্টি রেখে পথের দেশে,
আনমনে খোঁজা শুধু আপন-জন।


প্রদীপ হাতে তুলসী তলায়
চোখে ভাসে অভিমানি অশ্রুরাশি
আঁখি যেন ফিরতে না চায়
হতে চায় একাকিনী পথের উদাসী।


সন্ধ্যা যায় রাত্রি যায় রয়ে যায় ভাবনা
বধূর বুকে বাজে অভিমানের কলহ
বাতায়ন পাশে বৃষ্টিস্নাত জ্যোৎস্নার পাখনা
মেলে ধরে বিরহীর গান -আষাঢ়ের বিরহ।