জৈষ্ঠের শেষে রূদ্রের প্রভাব
এখনো প্রখর তাপে জলে স্থলে
তোমার অসীম তেজের আস্ফালন-
তীক্ষ্ণ বৈশাখীর ক্রন্দন স্তিমিত
আকাশে মৌসুমী মেঘের ঘনঘটা
ঝিরি ঝিরি বারির নাচের নিমন্ত্রণ।


সাদা কালো মেঘ আকাশের ডাক
বিলাসিতা হীন ঘরের আসবাব
জানালা পাশে বাদলা হাওয়ার দোলা,
হৃদয়ে জাগে পাগল-করা আষাঢ়ের নেশা
বারান্দায় বেল রজনীর মাতানো গন্ধ
হৃদয়ে নিতে জানালা আছে খোলা।


এ কী অপরূপ সৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি
আকাশে মেঘের মেলা সারা সন্ধ্যাবেলা
কাটে অবসর সন্ধ্যা নিশি একেলা নিরন্তর,
কে যেন আনমনে বিরহী বধূর প্রাণে
সুরে সুরে বেঁধে গেল বিরহের গান
অবুঝ হৃদয় বাজে সদা চেনা কন্ঠস্বর।


এমন ক্ষণে আষাঢ়ের প্রথম বাদল দিনে
প্রকৃতির নিদারুণ ব্যথা যখন কইছে কথা
কেবা চায় নিরালায় একলা হতে আপনমনে।