প্রতিটি অসহায় মুহূর্তের আবেগে
আত্মহত্যা করছি আমরা সবাই-
কেউ কেউ মরে,কিন্তু সবাই মরি না ।
একটা তীব্র ভুলের অথবা সুখের
হাতছানিতে নব-জন্ম বা মৃত্যুর
ঠিক মাঝখানটায়- যখন নিজে পরাভুত
তখনই ঘটে আত্মহত্যা।


বিচ্ছিন্ন জয়-পরাজয় উত্থান-পতনই
সেই মুহূর্তের আত্মহত্যা,
স্রোতের নীচে পড়ে থাকা পলি
চলার পথে ছন্দ-পতনই মৃত্যু।
আত্মহত্যা মৃত্যুর পরাভূত
খুঁজে পাওয়া নূতন জীবন-রহস্য,
মৃত্যুকে অজান্তে পরিয়ে দেয়
আলিঙ্গনের হাসিতে জয়ের মালা
দুজনার বিচ্ছেদের ঠিক আগে  
জন্ম-ও-মূত্যুর ঠিক মাঝখানটায়
অর্থহীন জীবনই আত্মহত্যা।