দেশের এ বিচিত্র  ফরমান
অধিকার সব আছে সবার কাছে
তবু তুমি অন্ন বস্ত্র গৃহ হীন
শিক্ষা  কর্মহীন  দারিদ্রের দীন,
অভাবে  মরতে গিয়ে যদি না হও মৃত
আত্মহত্যায় - জীবন  ধুকবে জেলখানায়
দেশের আইনের  নিয়ম তাই।


অধিকার দিয়েছে  তবু অধিকার  নেই
কাগুজে বাঘের কাগজই সার
মুচকি  হেসে  এখন নির্বাচনী ইস্তাহার
বিজ্ঞাপিত সংখ্যা তত্ত্বের ঠান্ডা ঘরে,
দীনের  জন্য  স্বীকৃত প্রকল্প
যত না গরীবের  তার বেশি  ধনীর
ঘরে হামাগুড়ি দিচ্ছে অর্থভান্ডার।


বিচিত্র  এই দেশ - শাসনের পূজারী !
রাজনীতির তপস্যায় জীবন দানের  খেলায়
মেতেছ শোষণ -শাসনের প্রতিযোগিতা
দীনের ঘর বনাম ধনীর অট্টালিকা,
তবুও বিজ্ঞাপনের আকাশ  আচ্ছাদিত
দীনহীন নাগরিকদের ম্লান মিছিলে
শুকনো হাসির মেলা উৎসবের যৌতুক।


অদ্ভুত দেশের নাগরিক ভালোবাসা !
বাঁচার অধিকার আছে মরার নয়
দেশ দেবে না খেতে দেবেনা মরতে
বাঁচতে হবে যন্ত্রণায় দীনের অধিকারে,
অন্য  সব অধিকার সরকারি খাতায়
সরকারি  অধিকার রাজনীতির কাব্য
নীতি ছাড়া কাহিনি দেশের নয় গাথা।


জন্ম হলেই মৃত্যু হবে  এ তো কাহিনি
চাইতে হবে না অধিকার দেবে দেশের বাহিনী।