দেশকে ভালোলাগা দিয়ে গেলাম
নিজেকে   নিঃস্ব করে
আমার আণন যা কিছু।
গরীব সংসার রাজনীতির ণাঁকে
হারালাম দেশ সেবার  নেশা,
আন্দোলন  নিয়েছে বাবার  জীবন
সন্তান হীন  স্ত্রীর পঙ্গুত্ব
আমার ত্যাগকে করেছে মহান
দেশকে ভালোলাগা ছাড়া নেই কিছু দেবার
তাইই অকাতরে দিলাম
ভাগ্যের অজানাকে দিয়েছি চিঠি –
পাঠাও মৃত্যুর ফরমান।


আর কঠিন ভালোবাসায় ভুলায়োনা
দেশের প্রতি আকুল আকর্ষণ,
মৃত্যু  ছিল  ভালো  যা হোল না পূরণ
তিলে তিলে দেশ আমাকে  করেছে গ্রাস
ভুলছি ক্রমেই দেশের মানুষজন
ধীর মৃত্যু খাচ্ছে গিলে আমার গর্বের বেশ
ভালোবাসার দেশ।