যে ভুল করতে চাই না কখনো
সে আমার পিছু পিছু প্রতি ক্ষণে ,
ভুলের সামনে নোয়ায় আমার শির
জ্ঞান বুদ্ধির লোপ বিধাতার চরণে।


বিপদ যদি থাকে আমার কপালে
শিশু যা করেনি ভাবেনি কখনো ,
তা আসবে যেচে আপন পথ বেয়ে
ভুল রবে সত্যের পিছনে লুকানো।


বাঁচতে বাঁচাতে নিজেকে বিপদ থেকে
আত্মবিশ্বাসই হয়েছে যুদ্ধের ঢাল ,
বয়স তো প্রায় চার কুড়ির কাছাকাছি
ভয় নেই-  হয়ত ভুলই হবে মৃত্যুর জাল।


তবুও সাহস নেই  - বুঝে কিছু করার
বুঝতে পারি অদৃশ্যর আনাগোনা মনে,
সাহস উদ্দীপনায় প্রাণে ওঠে বীরত্বের ঢেউ
ভুলের বিবেক ছুটছে ভাবের অন্বেষণে।


এ বয়সের ভুল নয় -বোঝার ভুল অন্তরে
সত্য-মিথ্যা ন্যায়-অন্যায় মনেতে সাজানো,
দায়িত্বহীন কর্মের প্রথাগত অজুহাত
হাতের জিনিষ অযথা হাতেই হারানো।


ভুল ভুলই হবে চিরকাল- যতই হও সাবধান
ভুলের পিছনে থাকে ন্যায় নিষ্ঠার অবিচার,
যদি না বোঝ না শোন শান্ত মনের কান্না
মরেও ঘুচবে না কখনো অবজ্ঞার অন্ধকার।